Microbiology(অণুজীব বিজ্ঞান)

Microbiology

From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search
An agar plate streaked with microorganisms
Microbiology (from Greek μῑκρος, mīkros, "small"; βίος, bios, "life"; and -λογία, -logia) is the study of microscopic organisms, either unicellular (single cell), multicellular (cell colony), or acellular (lacking cells).[1] Microbiology encompasses numerous sub-disciplines including virology, mycology, parasitology, and bacteriology.
Eukaryotic microorganisms posses membrane-bound cell organelles and include fungi and protists, whereas prokaryotic organisms—which all are microorganisms—are conventionally classified as lacking membrane-bond organelles and include eubacteria and archaebacteria. Microbiologists traditionally relied on culture, staining, and microscopy. However, less than 1% of the microorganisms present in common environments can be cultured in isolation using current means.[2] Microbiologists often rely on extraction or detection of nucleic acid, either DNA or RNA sequences.
Viruses have been variably classified as organisms,[3] as they have been considered either as very simple microorganisms or very complex molecules. Prions, never considered microorganisms, have been investigated by virologists, however, as the clinical effects traced to them were originally presumed due to chronic viral infections, and virologists took search—discovering "infectious proteins".
As an application of microbiology, medical microbiology is often introduced with medical principles of immunology as microbiology and immunology. Otherwise, microbiology, virology, and immunology as basic sciences have greatly exceeded the medical variants, applied sciences.[4][5][6]

Branches

The branches of microbiology can be classified into pure and applied sciences.[7] Microbiology can be also classified based on taxonomy, in the cases of bacteriology, mycology, protozoology, and phycology. There is considerable overlap between the specific branches of microbiology with each other and with other disciplines, and certain aspects of these branches can extend beyond the traditional scope of microbiology.

Pure microbiology

Taxonomic arrangement

Integrative arrangement

Other

Applied microbiology

Benefits

Fermenting tanks with yeast being used to brew beer
While some fear microbes due to the association of some microbes with various human illnesses, many microbes are also responsible for numerous beneficial processes such as industrial fermentation (e.g. the production of alcohol, vinegar and dairy products), antibiotic production and as vehicles for cloning in more complex organisms such as plants. Scientists have also exploited their knowledge of microbes to produce biotechnologically important enzymes such as Taq polymerase, reporter genes for use in other genetic systems and novel molecular biology techniques such as the yeast two-hybrid system.
Bacteria can be used for the industrial production of amino acids. Corynebacterium glutamicum is one of the most important bacterial species with an annual production of more than two million tons of amino acids, mainly L-glutamate and L-lysine.[8]
A variety of biopolymers, such as polysaccharides, polyesters, and polyamides, are produced by microorganisms. Microorganisms are used for the biotechnological production of biopolymers with tailored properties suitable for high-value medical application such as tissue engineering and drug delivery. Microorganisms are used for the biosynthesis of xanthan, alginate, cellulose, cyanophycin, poly(gamma-glutamic acid), levan, hyaluronic acid, organic acids, oligosaccharides and polysaccharide, and polyhydroxyalkanoates.[9]
Microorganisms are beneficial for microbial biodegradation or bioremediation of domestic, agricultural and industrial wastes and subsurface pollution in soils, sediments and marine environments. The ability of each microorganism to degrade toxic waste depends on the nature of each contaminant. Since sites typically have multiple pollutant types, the most effective approach to microbial biodegradation is to use a mixture of bacterial and fungal species and strains, each specific to the biodegradation of one or more types of contaminants.[10]
Symbiotic microbial communities are known to confer various benefits to their human and animal host's health including aiding digestion, production of beneficial vitamins and amino acids, and suppression of pathogenic microbes. Some benefit may be conferred by consuming fermented foods, probiotics (bacteria potentially beneficial to the digestive system) and/or prebiotics (substances consumed to promote the growth of probiotic microorganisms).[11][12] The ways the microbiome influences human and animal health, as well as methods to influence the microbiome are active areas of research.[13]
Research has suggested that microorganisms could be useful in the treatment of cancer. Various strains of non-pathogenic clostridia can infiltrate and replicate within solid tumors. Clostridial vectors can be safely administered and their potential to deliver therapeutic proteins has been demonstrated in a variety of preclinical models.[14]

History

Ancient

The existence of microorganisms was hypothesized for many centuries before their actual discovery. The existence of unseen microbiological life was postulated by Jainism which is based on Mahavira’s teachings as early as 6th century BCE.[15] Paul Dundas notes that Mahavira asserted existence of unseen microbiological creatures living in earth, water, air and fire.[16] Jain scriptures also describe nigodas which are sub-microscopic creatures living in large clusters and having a very short life and are said to pervade each and every part of the universe, even in tissues of plants and flesh of animals.[17] The Roman Marcus Terentius Varro made references to microbes when he warned against locating a homestead in the vicinity of swamps "because there are bred certain minute creatures which cannot be seen by the eyes, which float in the air and enter the body through the mouth and nose and there by cause serious diseases."[18][citation needed]
In 1546 Girolamo Fracastoro proposed that epidemic diseases were caused by transferable seedlike entities that could transmit infection by direct or indirect contact, or vehicle transmission.[19]
However, early claims about the existence of microorganisms were speculative, and not based on microscopic observation. Actual observation and discovery of microbes had to await the invention of the microscope in the 17th century.

Modern

Anton van Leeuwenhoek, is considered to be the one of the first to observe microorganisms using a microscope.
In 1676, Anton van Leeuwenhoek observed bacteria and other microorganisms, using a single-lens microscope of his own design.[1] While Van Leeuwenhoek is often cited as the first to observe microbes, Robert Hooke made the first recorded microscopic observation, of the fruiting bodies of molds, in 1665.[20] The first observation of microbes using a microscope is generally credited to the Dutch draper and haberdasher, Antonie van Leeuwenhoek, who lived for most of his life in Delft, Holland. It has, however, been suggested that a Jesuit priest called Athanasius Kircher was the first to observe micro-organisms.[21] He was among the first to design magic lanterns for projection purposes, so he must have been well acquainted with the properties of lenses.[21] One of his books contains a chapter in Latin, which reads in translation – ‘Concerning the wonderful structure of things in nature, investigated by Microscope. Here, he wrote ‘who would believe that vinegar and milk abound with an innumerable multitude of worms.’ He also noted that putrid material is full of innumerable creeping animalcule. These observations antedate Robert Hooke’s Micrographia by nearly 20 years and were published some 29 years before van Leeuwenhoek saw protozoa and 37 years before he described having seen bacteria.[21]
Innovative laboratory glassware and experimental methods developed by Louis Pasteur and other biologists contributed to the young field of bacteriology in the late 19th century.
The field of bacteriology (later a subdiscipline of microbiology) was founded in the 19th century by Ferdinand Cohn, a botanist whose studies on algae and photosynthetic bacteria led him to describe several bacteria including Bacillus and Beggiatoa. Cohn was also the first to formulate a scheme for the taxonomic classification of bacteria and discover spores.[22] Louis Pasteur and Robert Koch were contemporaries of Cohn’s and are often considered to be the father of microbiology[21] and medical microbiology, respectively.[23] Pasteur is most famous for his series of experiments designed to disprove the then widely held theory of spontaneous generation, thereby solidifying microbiology’s identity as a biological science.[24] Pasteur also designed methods for food preservation (pasteurization) and vaccines against several diseases such as anthrax, fowl cholera and rabies.[1] Koch is best known for his contributions to the germ theory of disease, proving that specific diseases were caused by specific pathogenic micro-organisms. He developed a series of criteria that have become known as the Koch's postulates. Koch was one of the first scientists to focus on the isolation of bacteria in pure culture resulting in his description of several novel bacteria including Mycobacterium tuberculosis, the causative agent of tuberculosis.[1]
While Pasteur and Koch are often considered the founders of microbiology, their work did not accurately reflect the true diversity of the microbial world because of their exclusive focus on micro-organisms having direct medical relevance. It was not until the late 19th century and the work of Martinus Beijerinck and Sergei Winogradsky, the founders of general microbiology (an older term encompassing aspects of microbial physiology, diversity and ecology), that the true breadth of microbiology was revealed.[1] Beijerinck made two major contributions to microbiology: the discovery of viruses and the development of enrichment culture techniques.[25] While his work on the Tobacco Mosaic Virus established the basic principles of virology, it was his development of enrichment culturing that had the most immediate impact on microbiology by allowing for the cultivation of a wide range of microbes with wildly different physiologies. Winogradsky was the first to develop the concept of chemolithotrophy and to thereby reveal the essential role played by micro-organisms in geochemical processes.[26] He was responsible for the first isolation and description of both nitrifying and nitrogen-fixing bacteria.[1] French-Canadian microbiologist Felix d'Herelle co-discovered bacteriophages and was one of the earliest applied microbiologists.[27]

অণুজীব বিজ্ঞান


অণুজীব বিজ্ঞান (Microbiology)হল জীববিজ্ঞান এর একটি শাখা যেখানে অণুজীব নিয়ে আলোচনা করা হয়।"Microbiology" শব্দটি এসেছে গ্রীক শব্দ "Mikros" যার অর্থ ক্ষুদ্র, "Bios" যার অর্থ জীবন এবং "Logos" যার অর্থ বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান এর বিস্তারিত আলোচনায় রয়েছে "Virology" বা ভাইরাস বিজ্ঞান, "Mycology" বা ছত্রাক বিজ্ঞান, "Parasitology" বা পরজীবী বিজ্ঞান, "Bacteriology" বা ব্যাক্টেরিয়া বিজ্ঞান, "Immunology" বা রোগপ্রতিরোধ বিজ্ঞান ইত্যাদি। অণুজীব বিজ্ঞানের এসব শাখায় অভিজ্ঞ ও দক্ষ বেক্তিই হলেন অণুজীব বিজ্ঞানী বা "Microbiologist"।

অণুজীব

বিভিন্ন ধরণের ব্যাক্টেরিয়া
ব্যাক্টেরিয়া (Bacteria), ভাইরাস (Virus), ছত্রাক (Fungi), শৈবাল (Algae), প্রটোজোয়া(Protozoa), আরকিয়া (Archaea) ইত্যাদি এককোষী জীব অণুজীবের অন্তর্গত (যদিও বহুকোষী ছত্রাক ও শৈবাল পাওয়া যায়)। এরা হয় প্রাক-কেন্দ্রিক না হয় সু-কেন্দ্রিক।

অণুজীব বিজ্ঞানী

১৬৭৬ সালে ব্রিটিশ সৌখিন বিজ্ঞানী অ্যান্থনি ভন লিউয়েনহুক (Leeuwenhoek) সর্ব প্রথম অণুজীব আবিষ্কার করেণ। যে সকল বিজ্ঞানী অণুজীব বিজ্ঞান কে আধুনিক বিজ্ঞানের এক সম্ভাবনীয় শাখা হিসেবে গড়ে তুলেছেন তাদের মধ্যে লুই পাস্তুর (Louis Pasteur), রবার্ট কখ (Robert Koch), অ্যালেকজান্ডার ফ্লেমিং (Alexander Fleming), সারগেই উইনুগার্ডস্কি (Sergei winogradsky), মারটিনাস বেইজারিঙ্ক (Martinus_Beijerinck) এর অবদান অন্যতম।
লুই পাস্তুর

আলোচ্য বিষয়

অণুজীব বিজ্ঞান অণুজীবের কোষীয় গঠন, শারীরত্বত্ত (Metabolism), বংশগতি (Genetics), বৃদ্ধি(Growth), বাস্তুসংস্থান (Ecology), বিবর্তণ (Evolution)ইত্যাদি নিয়ে আলোচনা করে। তাছাড়া যেহেতু কিছু অণুজীব ( জীবানু) ও অন্যান্যপশু পাখির বিভিন্ন সংক্রামক রোগ ঘটাতে পারে, ফলে এই সব রোগ, সেই সাথে এদের প্রতিরোধ ও প্রতিকারও অণুজীব বিজ্ঞানে আলোচ্য বিষয়। সেই সাথে আমাদের শরীর কিভাবে এই সব জীবানুর সাথে লড়াই করে তা মূলত অণুজীব বিজ্ঞানেরই আর এক শাখা ইমিউনলজি(immunology) তে আলোচনা করা হয়। জীবনরক্ষাকারী ঔষধ অ্যান্টিবায়োটিক (Antibiotic) অণুজীব বিজ্ঞানের এক বিশাল আবিষ্কার। অ্যান্টিবায়োটিক হল এমন সব পদার্থ যা কিনা একধরনের অণুজীব তৈরি করে এবং তা অন্য অণুজীবের বিপক্ষে কাজ করে। রোগ প্রতিরোধকারী নানা ভ্যাক্সিন ও রোগ প্রতিকারকারী বিভিন্ন ঔষধের এক গুরুত্বপূর্ণ উপাদান স্টেরয়েড অণুজীব হতে পাওয়া যায়।

অণুজীব ও স্বাস্থ্য

পরিবেশ অণুজীব বিজ্ঞান

অণুজীব বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও অণুজীবের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে অণুবাস্তুবিদ্যা (Microbial Ecology) বলা হয়। এই শাখায় অণুজীবের সাথে অণুজীবের; অণুজীবের সাথে অন্যান্য জীবের এবং অণুজীবের সাথে পরিবেশের অজীব (abiotic) উপাদানের সম্পর্ক ব্যাখ্যা করা হয়। তিনটি প্রধান ডোমেইন যা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ-ইউক্যারিওটা, আরকিয়া ও ব্যাকটেরিয়া। অণুজীব তাদের সর্বব্যাপী উপস্থিতির কারণে জীবসীমায় (biosphere) গুরুত্বপূর্ণ। অণুজীব জীব-ভূতত্ত্বীয় (biogeochemical) নানা প্রক্রিয়ায় প্রাথমিক ভূমিকা পালন করে।

ফলিত অণুজীব বিজ্ঞান

অনুজীব বিজ্ঞানের এই শাখায় অণুজীবে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

অণুজীব ও খাদ্য

পনির
অণুজীব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ফলিত অণুজীববিদ্যা (Applied Microbiology)। বিভিন্ন রকম খাদ্য প্রস্তুতি (Preparation)ও প্রক্রিয়াজাত (Processing)করণে অণুজীববিদ্যা অত্যন্ত প্রয়োজনিয় এক বিষয়। দুধ হতে প্রস্তুতকৃত বিভিন্ন খাদ্য যেমন দই, পনির, ছানা ইত্যাদি মূলত দুধের শর্করার ওপর অণুজীবের গাজন (fermentation) প্রক্রিয়ার ফসল। তাছাড়া যেহেতু অনেক খাবার অণুজীবের জৈবিক ক্রিয়ার (Metabolism) দরুন নষ্ট হতে পারে ফলে এগুলোর প্রক্রিয়াজাত করণে অণুজীব বিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন খাদ্যমান স্বাদকারক উপাদান যেমন টেস্টিং সল্ট এই জৈবিক পদ্ধতিতে উৎপাদন করা হয়। বিভিন্ন দেশে (যেমন জাপান, ইন্দোনেশিয়া, চীন, ভারত ইত্যাদি) অনেক অণুজীবকে খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। আমাদের দেশের বিসিএসআইআর এর বিজ্ঞানীরা আমাদের দেশের আবহাওয়ায় সারা বছর উৎপাদনক্ষম শৈবাল স্পিরুলিনা (Spirulina)আবিষ্কার করেছেন, যা খাদ্য হিসেবে শুধু সুস্বাদুই নয়, সেই সাথে পুষ্টিকরও বটে।

অণুজীব ও জৈবপ্রযুক্তি

চামড়া প্রক্রিয়াজাতকরণ, কাগজের মন্ড প্রস্তুতি, কাপড় উৎপাদন ইত্যাদি শিল্পে অণুজীবের ঊৎসেচক (enzyme) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই সব শিল্প-কারখানায় অণুজীব বিজ্ঞানীর উপস্থিতি অপরিহার্য। তাছাড়া বিভিন্ন বানিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ যেমন এসিটিক এসিড (Acetic acid) , সাইট্রিক এসিড (Citric acid), এলকোহল(Alcohol), এসিটোন (Acetone), বিউটানল (Butanol), ফিউমারিক এসিড(Fumaric acid), ইত্যাদি জৈবিক পদ্ধতিতে উৎপাদন, রাসায়নিক পদ্ধতিতে উৎপাদন অপেক্ষা সাশ্রয়ী। আর এই জৈবিক কাজটি করে দেয় অণুজীব। জীবনরক্ষাকারী ঔষধ অ্যান্টিবায়োটিক (Antibiotic)অণুজীব বিজ্ঞানের এক বিশাল আবিষ্কার। অ্যান্টিবায়োটিক হল এমন সব পদার্থ যা কিনা একধরনের অণুজীব তৈরি করে এবং তা অন্য অণুজীবের বিপক্ষে কাজ করে।

অণূজীব ও পরিবেশ দুষণ

আমাদের এই আধুনিক দৈনদ্দিন জীবনে বিজ্ঞানের এক অভিশাপ হচ্ছে দূষণ। এটা থেকে পরিত্রাণের অন্যতম পথ হল অণূজীব। কিছু পদার্থ (যা বিগত কয়েক শতকে আমরা পৃথিবীতে আবির্ভাব ঘটিয়েছি, যেমনঃ প্লাস্টিক, ডিডিটি ইত্যাদি) ছাড়া আর সব পদার্থই কোনো না কোনো অণুজীব তার খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। অবশেষে সে যা নিসৃত করে তা হয় পরিবেশ বান্ধব (Environment friendly)অথবা সেই সাথে বানিজ্যিক ভাবে গুরুত্বপূর্ণ। আজকাল অনেক দেশে বিভিন্ন কীট-পতঙ্গ থেকে ফসলকে রক্ষা করতে অণুজীব ব্যবহৃত হচ্ছে।

অণুজীব ও জ্বালানি

অণুজীবের আর এক চমক হল জৈবজ্বালানী (biofuel)। কিছু কিছু অনুজীব মিথেন (Methen) গ্যাস উৎপাদন করতে পারে। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার প্রায় ৯৬% হল মিথেন, অন্যদিকে অণুজীব কর্তৃক উৎপাদিত জৈবগ্যাসে মিথেন এর পরিমাণ প্রায় ৬০-৭০%। জৈবডিজেল (Biodiesel) দ্বারা এখন ব্রাজিলে গাড়ি চালানো সম্ভব হয়েছে। আসলে জৈবডিজেল হল এলকোহল (মূলত মিথানল), উদ্ভিদ তেল, প্রানিজ তেলের মিশ্রণ। এলকোহল শিল্প-কারখানায় শর্করার হতে গাজন প্রক্রিয়ায় অণূজীবের সাহায্যে তৈরি করা হয়।

অণুজীব ও খনিজ পদার্থ

খনি থেকে বিভিন্ন খনিজ পদার্থ উত্তোলনের নানা পর্যায়ে অণুজীবের গুরুত্বপূর্ণ অবদান আছে। মাটির নিচে খনিজ তেলের উপস্থিতি ঐ স্থানে পেট্রোলিয়াম ভক্ষণকারী ব্যাক্টেরিয়ার উপস্থিতি থেকে জানা যায়। অন্যান্য খনিজ পদার্থ যেমন সালফার এর উত্তোলনে সালফার জারণকারী (Sulfate oxidizer) ব্যাক্টেরিয়া ব্যবহার করা হয়।

অণুজীব ও কৃষি

জৈবসারও আসলে অণুজীবের কার্যাবলীর ফসল। জৈবসার হিসেবে মাটিতে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাক্টেরিয়া (যেমনঃ Rhizobium, Azorihobium, Azotobacter) ব্যাবহার করা হয় যা মাটিতে প্রয়োজন মতো নাইট্রোজেন সংবন্ধন করে। তবে আমাদের দেশে ব্যবহৃত গোবরও জৈবসার বলে গণ্য করা হয়। বাংলাদেশে সার তৈরির প্রধান কাচামাল গ্যাস শেষ হয়ে গেলে, আমাদের জন্য জৈবসার ব্যবহার করা অনেক লাভজনক হবে। তাছাড়া জৈবসার পরিবেশের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না।

অণুজীব ও ভেষজবিদ্যা(Pharmacy)

অণুজীব বিজ্ঞান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং

অণুজীবের সবচাইতে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এদের অনেক বৈশিষ্ট্য জেনেটিক রিকম্বিনেশনের (Genetic Recombination দ্বারা পরিবর্তণ, পরিবর্ধণ করা যায়। ডায়াবেটিক রুগীর এক অত্যাবশকীয় ঔষধ ইন্সুলিন (Insulin) এখন বানিজ্যিকভাবে প্রস্তুত করা যাচ্ছে কারণ মানুষের ইন্সুলিন সংশ্লেষণকারী জিন (Gene) আমাদের অন্ত্রের ব্যাক্টেরিয়া ইসচেরিচিয়া কোলাই (Escherichia coli)এর জিনে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। শিল্প ক্ষেত্রে এখন এই রিকম্বিনেন্ট ব্যাক্টেরিয়া থেকেই ব্যাপক পরিমাণে ও সস্তায় ইন্সুলিন প্রস্তুত করা হয়।

No comments:

Post a Comment